নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ৪২ টি মন্ডপে চলছে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। পর্যায়ক্রমে ঘুরে ফিরে নিয়মিত মন্ডপ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া ও অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪২টি মন্ডপে ৫২৫ মন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। বৃহস্পতিবার মহা সপ্তমীর দিন পর্যন্ত কোন ধরণের সমস্যা না থাকার কথা জানিয়েছেন পূঁজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। ইউএনও, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ বছর উপজেলায় মোট ৪২ টি মন্ডপে চলছে শারদীয় দূর্গোৎসব। ৯ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশী ১০ টি মন্ডপ শুধু শাহ্জাদাপুর ইউনিয়নে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মন্ডপকে ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দিয়েছেন। যার বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা। নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে উৎসব পালন নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহন করেছেন উপজেলা ও পুলিশ প্রশাসন। গুরূত্ব অনুসারে প্রত্যেকটি মন্ডপ পাহাড়ার দায়িত্বে থাকবেন ৬-৮ জন আনসার সদস্য, ১-২ জন পুলিশ সদস্য ও ৪-৫ জন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি জানতে ঘুরে ফিরে সব গুলো মন্ডপ পরিদর্শন করছেন পরিদর্শন করছেন ইউএনও ও অফিসার ইনচার্জ। তারা প্রত্যেক মন্ডপের কমিটির সাথে কথা বলে সার্বক্ষণিক সকল বিষয় সমন্বয় করছেন। মন্ডব গুলো পরিদর্শন করছেন ইউনিয়ন/উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। নিরাপত্তা রক্ষার্থে কাজ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দও। সরাইল উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায় বলেন, গতকাল আনুষ্ঠানিকভাবে পূঁজার শুরূ হয়েছে। এখন পর্যন্ত সর্বদিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। উপজেলা ও পুলিশ প্রশাসন সর্বক্ষণ আমাদের খুঁজ খবর রাখছেন। সরকার আমাদেরকে আর্থিক সহায়তা করেছেন। আগামী ১৩ অক্টোবর রোববার বিসর্জন পর্যন্ত আমরা প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।