বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে জেলার গৌরনদী পৌর সদরের ঐতিহ্যবাহী ইকরা নুরানী ক্যাডেট মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধণ করেছেন। শেষে ওলামায়ে কেরামদের সাথে তিনি মতবিনিময় করেছেন। পৌর সদরের চরগাধাতলী মহল্লার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম আলহাজ ক্বারী আবদুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নুরানী তা’লিমুল কোরআন বোর্ডের মহাসচিব মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, যুগ্ন আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ মিয়া, যুগ্ন আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, জেলা উত্তর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান। পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রসার প্রতিষ্ঠাতা মোঃ মোকসেদ আলম, সভাপতি মাওলানা আবদুর রশিদসহ অন্যান্যরা। শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ উৎসর্গকারী বীরদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।