নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীন। তিনি বুধবার রাতে সাপাহার উপজেলা সদরের সাহাপাড়া,মানিকুড়া, মানিকুড়া পালপাড়া,তুড়িপাড়া সহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পূজা উদযাপনে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসন সহ সকলকে তিনি সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সারোয়ার জাহান লাবু,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,সাহাপাড়া মন্দিরের সভাপতি মানিক সাহা,পালপাড়া মন্দিরের সাধারন সম্পাদক চঞ্চল পাল সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।