ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদীর ও ফসলি জমির মাটি যাচ্ছে ঢাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনটি বেকু/ড্রেজার দিনে রাতে কাটছে মাটি। উপজেলার আকাশি হাওর ঘেষা সরাইলের জয়ধরকান্দি ও পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের মহিষবেরের সীমানা ঘেষে বয়ে যাওয়া তিতাস নদীর দু’পাড়ে পালা করে চলছে মাটি কাঁটার ধূঁম। আশপাশের কিছু পাতি গুন্ডার মুখ বন্ধ করেই সেখানে মাটি কেটে বিক্রির উৎসবের কথা জানিয়েছেন স্থানীয়রা। কোন ধরণের অনুমতি ছাড়াই নদীর পাড় ও ফসলি জমি কাঁটার কথা স্বীকারও করেছেন সংশ্লিষ্ট শ্রমিক আর বিক্রেতারা। আর ইউএনও বলছেন, সাবেক ইউপি সদস্য রাফি মিয়া মাটি কাঁটার কথা স্বীকার করেছেন। আমি এখনই বন্ধ করার নির্দেশ দিয়েছি। নতুবা নেয়া হবে আইনগত ব্যবস্থা। সরজমিন অনুসন্ধানে ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার আকাশি হাওর ঘেষা স্থান দিয়ে বয়ে গেছে তিতাস নদী। নদীর দক্ষিণ পাড়ে সরাইলের ধর্মতীর্থ ও জয়ধরকান্দি। আর উত্তর পাড়ে নাসিরনগর উপজেলার মহিষবের। বুধবার সকালে সরজমিনে দেখা যায়, তিনটি বেকু এক সাথে কাটছে তিতাস নদীর পাড়। পাড় সংলগ্ন ফসলি জমির মাটিও কাটছে দেদারছে। আবার বেকু দিয়েই ইঞ্জিনচালিত ষ্টিলবাডির বড় নৌকায় মাটি লোড করছে। ফেরির খালি বডিতেও ভরছে মাটি। সিরিয়ালে একের পর এক নৌকা সরাইলের মাটি নিয়ে চলে যাচ্ছে ঢাকার দিকে। মাটি কাটতে সেখানে তারা গড়ে তুলেছেন অস্থায়ী বসতি। চারিদিকে পানি বেষ্টিত সামান্য শুকনো জায়গায় টিনশেড ঘরে বসবাস করে দিনেরাতে চলছে মাটিকাটা ও বিক্রি। নদীর পানিতে অস্থায়ী ভিত্তিতে তৈরী করেছেন একাধিক খোলা ল্যাট্রিন। সেখানকার শ্রমিক অরূয়াইলের গ্রামের সামছুল আলম বলেন, এখান থেকে মাটি আমাদের কোম্পানীর বড় নৌকায় (ভলগেট) করে ঢাকায় নিচ্ছি। মাঝেমধ্যে আশুগঞ্জ ও ভৈরবেও যাচ্ছে। বেশীর ভাগ মাটিই যাচ্ছে ইটভাটায়। দৌঁড়ে আসেন সুজন নামের এক যুবক। তিনি বলেন, মাটি বিক্রি করছেন সরাইলের সাবেক ইউপি সদস্য রাফি মিয়া ও মুখলেছুর রহমান। নৌকার (ভলগেট) মালিক অরূয়াইলের রোমান মিয়া ঢাকায় ও ভৈরবের ইটভাটা গুলোতে সরাইলের মাটি নেয়ার কথা স্বীকার করে বলেন, আমার নৌকা আজকেই নিচ্ছে। ঢাকায় ৮ হাজার ফুট মাটির ভাড়া ৬৪ হাজার টাকা। আর ১০ হাজার ফুট মাটি হলে ভাড়া ৮০ হাজার টাকা। জয়ধরকান্দি গ্রামের মুখলেছুর রহমান সহ স্থানীয় একাধিক কৃষক বলেন, নিজেদের লাভের জন্য একটি গ্রƒপ দীর্ঘদিন ধরে নদীর পাড়ের মাটি বিক্রি করছে। তারা বিক্রি করছে ফসলি জমির মাটিও। এই গ্রƒপে তেলিকান্দি গ্রামের মুক্তার মিয়া নামের ব্যক্তি আছেন। নদীর পাড় ও কৃষি জমির ব্যাপক ক্ষতি করছে। আমাদের উপজেলার মাটি অবৈধ পন্থায় কেটে ঢাকায় নিবে কেন? আমরা বাঁধা দিলে পাত্তাও দেয় না। ২-৩ মাস আগে আশপাশের লোকজন ২টি নৌকা ধরে সংশ্লিষ্টদের মারধর করেছেন। তারা কথা দিয়ে গিয়েছিল আর কোন এখানকার মাটি নিবে না। এখন আবার তারাই নিচ্ছে। মাটি বিক্রেতা সাবেক ইউপি সদস্য রাফি মিয়া কোন অনুমতি না মাটি কেটে বিক্রির কথা স্বীকার করে বলেন, জমির উঁচুনীচু ঠিক করতে মাটি কাটছি। ‘তরী’ বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, এভাবে নদী ও ফসলি জমি ধ্বংস করে প্রাকৃতিক বিপর্যয় ঘটানোর অধিকার কারো নেই। পরিবেশ ও মৎস্য প্রজনন ধ্বংসকারীদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, নদীর পাড়ের মাটি কাঁটার প্রশ্নই আসে না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমির শ্রেণি পরিবর্তন করাও আইন পরিপন্থী কাজ। রাফি মেম্বার মাটি কাঁটার কথা স্বীকার করেছেন। আমি তাকে এখনই মাটিকাটা বন্ধের নির্দেশ দিয়েছি। নতুবা খুব দ্রƒতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।