পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বুধবার ৯ অক্টোবর রাতে উপজেলার পাঁচটি পূজা মন্ডপ পরিদর্শন করেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং এলাকার আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয় খোঁজখবর নেন। এ সময় তার সাথে ছিলেন, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অবস) মোহাম্মদ মুকিত হাসান খান, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। উপজেলার মদনমোহন জিওর আখড়া বাড়ি পূজা মণ্ডপ, বাসুরী পূজা মন্ডপ, গান্ডুতা, নাঙ্গুলি ও বেকুটিয়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার খান মোঃ আবু নাসের পূজা মন্ডপ কর্তৃপক্ষের কাছে ফলের ঝুড়ি ও মিষ্টি উপহার প্রদান করেন। বিভিন্ন পূজা মন্ডপের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার খান মোঃ আবু নাসের বলেন, উপজেলার ২৪ টি মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ করতে যা যা দরকার আমরা তা পুলিশের পক্ষ থেকে করে যাচ্ছি। সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ভিতরেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করবেন। নিরাপত্তার দায়িত্ব আমাদের।উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার আছে। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান সফল করার জন্য যা যা দরকার আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, উপজেলার ২৪ টি পুজা মন্ডপে নিরাপত্তার জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রতিটি পুজো মন্ডপে ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবক কমিটি নিয়োজিত রয়েছে। দুর্গাপূজা সফল করার জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা বিএনপি'র পক্ষ থেকে করা হচ্ছে।