দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন এলাকার আমন ধানের জমিতে আলোক ফাঁদ ব্যবহার দিন দিন বৃদ্ধি পাঁচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আমন ধানে মাঠে ক্ষতিকারক ও উপকারী পোকা সনাক্ত করনে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে এই ফাঁদ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই সবফাঁদ স্থাপন করে কৃষকদের হাতে-কলমে পোকা সনাক্ত করেন কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। জানা যায় এই মৌসুমে রোপা আমন ধানের ক্ষেতে নানা ধরনের পোকা মাকড়ের দেখা দেয়। কৃষকেরা এইসব পোকা দমনে না বুঝে জমিতে ইচ্ছেমতো কীটনাশক ক্রয় করেন। এদিকে যেমন ফসল ও মাটির ক্ষতি হয় অন্যদিকে কৃষকেরা অর্থনৈতিকভাবে ক্ষতি গ্রস্থ হয়। ফলে চাষাবাদ করেও তেমন লাভ হাতে থাকে না। কৃষকদের এই বিষয়ে সচেতন করতে কৃষি বিভাগ থেকে আলোর ফাঁদ স্থাপন করে পকা সনাক্ত করে কীটনাশক ব্যবহারের সঠিক পরামর্ম দেওয়া হচ্ছে। উপজেলায় ১৮টি ব্লকে ইতোমধ্যে এই ফাঁদ স্থাপন করা হয়েছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপÍরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী বলেন, চলতি রোপা আমন মৌসুমে ধানের মধ্যে আমার আরোক ফাঁদ ক্ষতিকারক এবং উপকারী পকা সনাক্ত করে কৃষকদের পরামর্শ দিচ্ছি। এই সময় আমি ও আমার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত থেকে এই আলোক ফাঁদ কৃষকদের পরামর্শ দিচ্ছি।