নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তারা উপজেলার ৬টি ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। মন্ডপ পরিদর্শনের সময় তারা স্থানীয় পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগীতার কথা জানান। এ সময় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাগর আলী, উপেেজলা আমির মাও: আবদুর রহিম, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সেক্রেটারী নুর নবী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএনপি ঘাটনগর ইউপি শাখার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ইউপি বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং যে কোন সহযোগীতার জন্য তারা প্রস্তত রয়েছেন বলে জানান।