টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম(৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইফুল কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় মাংসের ব্যবসা করতো সাইফুল। বুধবার দুপুরে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে বাড়ি না পৌছায় খোঁজ নিতে থাকে পরিবারের লোকজন। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পশ্চিম পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি এ.কে.এম রেজাউল করিম বলেন, ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পশ্চিম পাশে কষ্টাপাড়া নামক স্থানে সাইফুল ইসলাম নামক একব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।