মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার (৯ অক্টোবর) শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় ৩৫ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬ টিসহ পুরো জেলায় ২২২টি পুজা মন্ডপে এক যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজা উদযাপন শুরু হয়। পাঁচ দিনের এই উৎসব আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। দুর্গোৎসবের শুরুতেই বুধবার রাতে চাঁদপুর শহর এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, পিপিএম,সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইয়াসির আরাফাত,উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার,পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল সাহা সাধারণ সম্পাদক সুমন সরকার জয়সহ প্রশাসনের পরিদর্শন টিমের সফর সঙ্গী অন্যরা। এছাড়াও হরিসভা পূজা কমিটির উমেশ সাহা, শম্ভুনাথ সাহা,কার্তিক সরকার, সার্বজনীন শিব মন্দির প্রভাতী দুর্গোৎসব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লিটন সাহা,সাধারন সম্পাদক বেবিন্টন দাস কিরন, সাংগঠনিক সম্পাদক শাওন দাস,সহ সাংগঠনিক শংকর মন্ডল,দাস পাড়া দূর্গা পূজা উদযাপন পরিষদের অঞ্জন দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সেনা কর্মকর্তা পৌরসভা এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী লোকজনের খোঁজ খবর নেন এবং পূজার ব্যাপকতা ও বর্ণিল আয়োজন দেখে মুগ্ধ হবার অনুভূতি প্রকাশ করেন তারা। কালীবাড়ি মন্দির সার্বজনীন পূজা মন্ডপ,পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স সার্বজনীন পূজা মন্ডপ, সার্বজনীন শিব মন্দির প্রভাতী দুর্গোৎসব কমিটি, দাসপাড়া দুর্গাপূজা উদযাপন পরিষদসহ সহ বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন ও আইন শৃঙ্খলার খোঁজ খবর নেন চাঁদপুর জেলার প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাগণ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য জায়গার ন্যায় চাঁদপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।