ভোলার দৌলতখানের গভীর মেঘনায় তেল বোঝাই ট্যাংকারে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। চৌকিঘাটা সংলগ্ন মেঘনার ছালুর চর এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার মেঘনায় এম টি ইউ সি ফুয়েল ওয়েল ট্যাঙ্কারে সংঘবদ্ধ ডাকাতরা ট্রলার নিয়ে এসে জাহাজে ওঠে অতর্কিত হামলা চালিয়ে জাহাজের ৬ স্টাফকে আহত করে। আহতরা হচ্ছে মোঃ নুর নবী, আবুল বাশার, নোমান সরকার, শামসুদ্দিন মনিরুল ইসলাম। জাহাজের মাস্টার আবুল বাসার জানান, বিমানে ব্যবহারকারী ফুয়েল বোঝাই জাহাজটি নিয়ে তারা চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। দৌলতখানের চৌকিঘাট মেঘনা দিয়ে চলাচলের সময় সঙ্গবদ্ধ ডাকাতরা ট্রলারযোগে এসে জাহাজটি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় তারা মেঘনায় চলাচল কারি অপর জাহাজের কাছে ফোন দিলে এমটি সানিয়া - ১ ও এমটি গ্লোবাল দুইটি জাহাজ এসে এমটি ইউসি জাহাজটি ঘিরে ফেলে। এ সময়ে সঙ্গবদ্ধ ডাকাতরা নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সংবাদ পেয়ে কোস্টগার্ড, নৌ- পুলিশ জাহাজটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। পরে দৌলতখান থানা পুলিশ মেঘনার জেলেদের সহায়তায় ভবানীপুর মেঘনা ও চৌকিঘাটা সংলগ্ন মেঘনা থেকে পনের ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতারা হচ্ছে : ইউসুফ লাঙ্গলকোট কুমিল্লা, মোঃ কবির ও সোলায়মানের বাড়ি কুমিল্লায়। আলমগীর বাঁশখালী, চট্টগ্রাম। সিরাতুল মুস্তাকিম মহেশখালী মাতার বাড়ি। আবুল কাশেম কুতুবদিয়া কক্সবাজার, কায়সার চকরিয়া চট্টগ্রাম, নূরে আলম বাঁশখালী চট্টগ্রাম, ফয়সাল হাটহাজারী চট্টগ্রাম, আরফিন বদ্ধার হাট,চট্টগ্রাম, ইয়াসিন আরাফাত রাঙ্গুনিয়া, সালাউদ্দিন চাদগাও চট্টগ্রাম, ইয়াসিন চট্টগ্রাম, রজন আলী চাঁদগাও চট্টগ্রাম ও রাকিব পাঁচলাইশ চট্টগ্রাম। জাহাজের মাস্টার আবুল বাশার জানান, ডাকাতিকালে স্টাফদের পাঁচঁটি টার্চ মোবাইল, দুইটি বাটন মোবাইল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও সার্টিফিকেটের মূল কপি নিয়ে যায় ডাকাতরা। দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, আটককৃত ১৫ ডাকাত থানা হেফাজত রয়েছে। জাহাজের মাস্টার নুর নবী বাদি হয়ে থানায় মামলা করেছে।