জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে আশাশুনিতে পানির ট্যাংকি ও ফিটিংস মালামাল বিতরন করা হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস আশাশুনি কার্যালয়ের সামনে মরিচ্চাপ ব্রীজের দক্ষিণ প্রান্তে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাতা সংস্থা ট্রমী ফাউন্ডেশন নরওয়ে এর সহায়তায় জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা জেলার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার অতি ঝুঁকিপূর্ন হত দরিদ্র ৩৫ পরিবারকে একটি করে ২০০০ লিটারের পানির ট্যাংকি, ৮ পিচ করে টিন, ২টি করে বাঁশ ও ফিটিংস মালামাল প্রদান করা হয়। সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় ফোকাল পার্সন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার আজাদুল ইসলাম, পরিবেশ কর্মকর্তা ইমন পারভেজ, শাখা ব্যবস্থাপক মিনাজ, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক ও প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে কারিগঞ্জ উপজেলায়ও ৩৫টি পানির ট্যাংকি ও মালামাল বিতরণ করা হয়েছে।