নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাতে তিনি উপজেলা সদরের শিবগঞ্জ মোড়, দুলাল পাড়া, ঘোষপাড়া চন্ডি মন্দির, ঘোষ পাড়া পুরাতন মন্দির, কায়াস্থ পাড়া, ফাজিলপুর কর্মকার পাড়া, রঘুনাথ জিউ মন্দির, কলেজ পাড়া বারোয়ারি পূজা মন্ডপ, মধ্যবাজার, কাচারি পাড়া প্রভৃতি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি পূজা মন্ডপগুলোর পরিচালনা কমিটির সদস্য, পুরোহিত ও মন্ডপ পাহারায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন, তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং যেকোন সমস্যা হলে তাঁকে জানানোর জন্য বলেন। সার্বজনিন শারদীয় দুর্গোৎসব সাড়ম্বরে ও শান্তিপূর্ণ উপায়ে উদযাপনের জন্য তিনি সার্বিক সহযোগীতা করবেন বলেও জানান। যেসব মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি সেগুলো দ্রুত লাগানোর পরামর্শ দেন।
এসময় উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, খাজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য ইখতিয়ার উদ্দিন দূরন্ত, এরশাদ আলী, মাহবুব হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর প্রমুখ তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, এবার উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১৫০টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হচ্ছে।