বিএনপি নেতার নাম ব্যবহার করে টিসিবি’র পণ্য উত্তোলন করায় মণিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সচিব কামাল হোসেন এবং সাবেক কাউন্সিলর বাবুলাল চৌধুরীকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু বাদী হয়ে বুধবার যশোরের আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক বাদীর অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আবদুল গফুর।
মামলার বিবরণে দাবী করা হয়েছে, আসামিরা ২০২০ সাল হতে বাদীর নাম, আইডি নম্বর এবং স্বাক্ষর জাল করে টিসিবি’র পন্য উত্তোলন করে আসছেন। সম্প্রতি বিষয়টি ফাঁস হলে মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু এর প্রতিকার ও ন্যায় বিচার দাবী করে আদালতে মামলা দায়ের করেন।
বাদীর দাবী, তিনি একজন সম্মানিত ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে সামাজিকভাবে হেয় করার জন্য আসামীগণ পরিকল্পিতভাবে তার নাম ব্যবহার করে দীর্ঘদিন টিসিবি’র পন্য উত্তোলনের সকল ব্যবস্থা করে নেয়।
মণিরামপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা কমিটি গঠন, মুফতি ইয়ামিন সভাপতি, মুফতি কামরুজ্জামান সম্পাদক
এফএনএস(জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) :।
যশোরের মণিরামপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় জামেয়া ইমদাদীয়া মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গনে হেফাজতে ইসলাম বাংলাদেশ মণিরামপুর শাখার উদ্যোগে উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোরের যুগ্ম মহাসচিব মাওঃ রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এতে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা নাছিরুল্লাহ, মুফতি কামরুল আনোয়ার নাইম প্রমূখ।
সমাবেশ শেষে মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনকে সভাপতি ও মুফতি কামরুজ্জামান কাসেমীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মাওঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাওঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আশরাফ ইয়ছিন, দপ্তর সম্পাদক মাওঃ আবুবকর সিদ্দিক, প্রচার সম্পাদক মাওঃ হাসান আল মামুন প্রমূখ।