রংপুর: পূজা মন্ডপের আশপাশে দীর্ঘক্ষণ ধরে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি পুটিমারী এলাকায়।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আল ইমরান।
ওসি জানান, বেতগাড়ি পুটিমারি এলাকার একটি পূজা মন্ডপের পাশে রাতে দীর্ঘক্ষণ ধরে সন্দেহভাজনভাবে এক যুবক ঘোরাঘুরি করছিলো। মন্ডপ পাহারার দায়িত্বে থাকা এবং এলাকাবাসী ওই যুবক মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরো জানান, আটক ওই যুবকের নাম রফিকুল ইসলাম। পরে আটক যুবককে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।