‘দি কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় ২০২৪’ এ ব্রোঞ্জ এওয়ার্ড প্রাপ্ত হলেন কিশোরগঞ্জের সিনথিয়া হিয়া।
জানা গেছে রয়্যাল কমনওয়েলথ আয়োজিত ‘দি কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৪’ (অনলাইন) এ অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ব্রোঞ্জ এওয়ার্ড (পুরস্কার) অর্জন করে বাংলাদেশের গৌরব বৃদ্ধি করেছে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের কিশোরী সিনথিয়া হিয়া।
গত ২৩ সেপ্টেম্বর পুরস্কারের সনদসহ প্রতিযোগিতার আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছার ইমেইল পেয়েছেন সিনথিয়া হিয়া।
৭৫০ শব্দের প্রবন্ধে তার সৃষ্টিশীলতা, মননশীলতা ও জটিল বিষয়কে সহজভাবে তুলে ধরার ক্ষমতার জন্য সিনথিয়া হিয়া এ স্বীকৃতি পেয়েছে বলে বাবা ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন। এই অসাধারণ সাফল্য তাকে আন্তর্জাতিক মঞ্চে একটি উজ্জ্বল তারকা হিসেবে পরিচিত করেছে। যা তার পরিবার, স্কুল এবং বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
এই প্রতিযোগিতায় ১৭২ দেশের ৩৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তন্মধ্যে প্রথম স্থান অর্জনকারী মালয়েশিয়া, ২য় স্থান অর্জনকারী উগান্ডা, ৩য় স্থান অর্জনকারী বাংলাদেশের শিক্ষার্থী ফারনাজ করিম শ্রেয়া এবং ৪র্থ স্থান অর্জনকারী বাংলাদেশের শিক্ষার্থী সিনথিয়া হিয়া।
বিশ্বের সবচেয়ে পুরাতন ও বড় রচনা প্রতিযোগিতার মধ্যে অন্যতম এই প্রতিযোগিতায় কমনওয়েলথের বিভিন্ন দেশের অসংখ্য তরুণ, প্রতিভাবান লেখক ও মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা। ২০২৪ কমনওয়েলথের ৭৫ বছর পূর্তি।
সিনথিয়া হিয়া ইতঃপূর্বে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করলেও, আন্তর্জাতিক পরিমন্ডলে এটাই ছিল তার প্রথম অংশগ্রহণ।
সিনথিয়া হিয়া কিশোরগঞ্জ সরকারী আদর্শ শিশু বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কৃতী শিক্ষার্থী। সিনথিয়া হিয়ার বাবা আবু সালেহ মোঃ ওমর ফারুক একজন সরকারী চাকুরিজীবি এবং মা নাসরীন আক্তার একজন গৃহিনী।
নিজের অনুভূতি সম্পর্কে সিনথিয়া হিয়া বলেন, যারা আমাকে এই প্রতিযোগিতায় সমর্থন করেছেন আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এই প্রতিযোগিতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই স্বীকৃতি আমার জন্য গর্বের। ভবিষ্যতে কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সেরা হতে চাই।
১৮৮৩ সালে শুরু হওয়া ‘কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’ বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কুল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের হাজারো কিশোর-তরুণ লেখক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।