রাজশাহীর বাঘায় বজ্রপাতে মুক্তার হোসেন (৩৭) নামের এক গাছ কাটা লেবারের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার পদ্মার মধ্যে আম বাগান চরে গাছ কাটছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মাকসুদুল হক সিয়াম তাকে মৃত ঘোষনা করে। মুক্তার হোসেন উপজেলার খায়েরহাট গ্রামের ইনছার আলী সরদারের ছেলে।