সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সুন্দর, সাবলীল ও নির্বিঘ্নে উৎযাপন উপলক্ষে জেলার গৌরনদী উপজেলার সকল দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মঙ্গলবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বন্দরস্থ উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গনে গনেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীর্ষ মার্কার প্রার্থী এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইউনুস মিয়া, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত তোতা, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম বাহার, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু প্রমুখ।