যশোরের কেশবপুরে এবার ৯২ মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির সদস্য দেয়া হয়েছে। অপরদিকে জাতীয়তাবাদীদল বিএনপির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সংযুক্ত করা হয়েছে৷ মন্ডপ কমিটির সাথে তারা সার্বক্ষণিক যোগাযোগ করবেন এবং পাশে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক প্রফেসর আবদুর রাজ্জাক। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠান সফলে ভুমিকা রাখছেন। কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সদস্য সাংবাদিক উৎপল দে জানান,সরকারি ভাবে প্রতি মন্ডপে ৫ শ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার পৌরসভা সহ ১১টি ইউনিয়নে ৯২ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। কেশবপুর পৌরসভার ৭ টি,সাগরদাঁড়ি ইউনিয়ন ০৯ টি,মজিদপুর ইউনিয়নে ৬ টি,বিদ্যানন্দকাঠি ইউনিয়নে ৪ টি,মঙ্গল কোট ইউনিয়নে ৫ টি, কেশবপুর সদর ইউনিয়নে ৭ টি,গাঁজিয়া ইউনিয়নে ৯ টি,সুফলাকাটি ইউনিয়নে ১১ টি,গৌরিঘোনা ইউনিয়নে ১১ টি,সাতবাড়িয়া ইউনিয়নে ১২ টি,হাসান পুর ইউনিয়নে ৮ টি।
শুধু মাত্র ১ নম্বর ত্রিমোহিনি ইউনিয়নে এবার পূজা হচ্ছে না।
কেশবপুর উপজেলা বর্তমান সময়ে অকাল জলাবদ্ধতার কবলে থাকায় এবারের পূজায় তেমন কেনাকাটা বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে পূজায় উচ্ছ্বাসের ঘাটতি নেই।