ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (৯অক্টোবর) জগদল ঢোলপুকুর ও মু.ইসমাইল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, জেলা সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান, নির্বাহি প্রকৌশলী মাহফুজ আলম,স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আবদুস সামাদ চৌধুরী, সাবেক সাংসদ জাহিদুর রহমান,বারকাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম,লোকায়ন সম্পাদক প্রভাষক সাকেরউল্লাহ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল,স্যানেটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন,বিএনপি ইউনিয়ন সভাপতি আবু বক্কও সিদ্দিক,মানিক। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা দৌরগড়ায় পৌছে দিতে লোকায়ন পত্রিকার সম্পাদক বিশিষ্ঠ্য সমাজসেবক সাকেরউল্লাহ মু.ইসমাইল কমিউনিটি ক্লিনিকে নামে ৮শতক জমিদান করেন। অপরদিকে ক্লিনিক জগদল ঢোলপুকুর কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন ৮শতক জমিদান করেন।আনোয়ারুল ইসলাম প্রমুখ।