আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ায় অসহায়-দুস্থ ও অস্বচ্ছল মাহিলাদের মাঝে উপহার হিসেবে ৩০০ নুতন শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে সাড়ে তিনটায় বগুড়া শহরের চেলোপাড়া দুর্যোগ ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর শাখার আয়োজনে পৌর পূজা উদযাপন কমিটি দুর্জয় ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজের সার্বিক তত্ত্বাবধানে ৩০০ অস্বচ্ছল ও দুস্থ মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়।
উক্ত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডেন্টিস সুজিত, যুগ্মসাধারণ সম্পাদক সঞ্জু রায়, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ, দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক রিপন দাশ, জীবন দাশ সহ দুর্জয় ক্লাবের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সঞ্জু রায়ের সঞ্চালনায় ওই শাড়ি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজ মানবতার সেবায় অসচ্ছল অসহায় ও দুস্থ মানুষের মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামীতেও মানবতার সেবায়, মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার জন্য আহ্বান করেন। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করার জন্যে জেলা প্রশাসক এর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে তিনি তার বক্তব্যে নিশ্চিত করেন।
দুর্যোগ ক্লাব ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও গরিব অসচ্ছল ও দুঃস্থ মানুষের মুখের হাসি ৩০০ জন মহিলার মাঝে নতুন শাড়ি বিতরণ করেছি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো ধনী গরিব সকলের মিলে নতুন কাপড় পরিধান করে পূজা উদযাপন ও নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিব। দোস্ত ও অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণের ধারা পরবর্তীতেও অব্যাহত থাকবে।