'জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শ্রীমঙ্গলের সিরাজনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশের কার্যালয়ে বুধবার বিকেল সাড়ে ৩ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক, ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারি আরমান খান, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব, সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব প্রমুখ।