টাঙ্গাইলে শ্রী শ্রী কালিবাড়ী, আদালত পাড়া পূজা সংসদ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
মঙ্গলবার সন্ধ্যায় আদালত পাড়া পূজা সংসদ দূর্গা পূজামণ্ডপ উদ্বোধন করেন। বেনজীর আহমেদ টিটো মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মণ্ডপের পূজারী, পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, শ্রী শ্রী কালিবাড়ীর ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চেীধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেন, আদলতপাড়া পূজা সংসদের সাধারণ সম্পাদক বিশব জিত সাহা লিটন, সহ-সাধারণ সম্পাদক সুমন সরকার,, সাংগঠনিক সম্পাদক হৃদয় রক্ষিত,কোষাধক্ষ পার্থ কর্মকার, প্রচার সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে বেনজীর আহমেদ টিটো বলেন, সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আপনাদের এই আনন্দণ্ডউৎসব সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি, যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোন সমস্যা না হয়।
তিনি আরো বলেন, দুর্গা উৎসব বাঙ্গালির উৎসব। এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারা টাঙ্গাইলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজার চলাকালীন তাদের এ পরিদর্শন অব্যাহত থাকবে।