ডুমুরিয়ায় ব্র্যাকের অধিকার এখানে এখন রাইট হিয়ার রাইট নাউ -২ প্রকল্পের আওতায় হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থাপনা শীর্ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের জেলা যুব সমন্বয়কারী শিখা রানীর পরিচালনায় অবহতি করন সভায় অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক অসিত বরণ মজুমদার, শোভন লাল চক্রবর্তী, শেখ আফজাল হোসেন, কামরুন্নেসা রিনা, গীতারানি অধিকারী, সালেহা পারভীন, অভিভাবক সদস্য চন্ডীদাস কুন্ডু, নূর নেওয়াজ খান টিপু, ইয়ুথ সদস্য নাজমুল, নয়ন, আসিষ, রাব্বি, দিপ্তী প্রমূখ।