শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৬ মোটরযানকে জরিমানা করা হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযানে শহরের চৌমোহনাসহ বিভিন্ন পয়েন্টে ৬টি মটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সুত্র জানায়, দুর্গাপূজাকে সামনে রেখে শহরে যানজট নিয়ন্ত্রণে অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ অন্যান্য কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাশ। তিনি সড়ক পরিবহন আইনে ৪ টি মটরসাইকেলকে ১৪০০ টাকা এবং ট্রাফিক সার্জেন্ট ঝন্টু ২ টি মটরসাইকেলকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
শ্রীমঙ্গল পৌরসভা ও থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।