পিরোজপুর জেলা শহরের এক বাসা থেকে শতাধিক বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে শহরের মাছিমপুর এলাকার বলাকা ক্লাব রোডের নাসিমা মঞ্জিল নামের বাসা থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অপস) মো: মুকিত হাসান খাঁন জানিয়েছেন তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি জানিয়েছেন পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: রমজান সিকদার পালিয়ে যায়। রমজান পিরোজপুর সদরের বাঁশবাড়িয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। সে পিরোজপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম পরিচয় গোপন করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।