পিরোজপুরের কাউখালীতে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম কাউখালী উপজেলা সদরের বৃহত্তম পূজা মন্ডপ মদনমোহন জিউর আখড়াবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুজো মণ্ডপ কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। বিনয় কৃষ্ণ কুন্ডু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপি'র সদস্য সচিব যুবদলের কেন্দ্রীয় সাবেক নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সংবাদকর্মী মাসুম বিল্লাহ, মদনমোহর জিউর আখড়া বাড়ি পূজা মন্ডপ কমিটির সভাপতি পল্লব সিকদার প্রমুখ। প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন। মন্ডপে কোন ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। সকল ধরনের নিরাপত্তা আমরা দেব। উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহসান কবির বলেন, আমরা কাউখালীতে হিন্দু-মুসলমান একত্রে বসবাস করি। সকল অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করি। আপনাদের পূজা অনুষ্ঠানের সকল প্রকার সহযোগিতা আমরা করব। উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ বলেন, উপজেলার ২৪টি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ১০ থেকে ২০ জন স্বেচ্ছাসেবক কমিটি নিয়োজিত রয়েছে। দুর্গাপূজা সফল করার জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। এদিকে বুধবার বিকালে পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোঃ আবু নাসের উপজেলার পাঁচটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন। এবং ফলমূল বিতরণ করেন।