ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ১৩টি ইউনিয়নয় ও পৌরসভায় প্রতিটি মন্ডপে নিরাপত্তা ও সহায়তার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, এ বছর ফুলবাড়ীয়ায় উপজেলায় ৫৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সবকটি মন্ডপে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডেল। অপর দিকে উপজেলা বিএনপির ও জামায়েতে ইসলামীর নেতাকর্মী স্থানীয় ছাত্র সহযোগীতা করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার পৌর বিএনপির, সভাপতি একে এম শমসের আলী জামায়েতে ইসলামীর থানা আমীর ফজলুল হক শামীম। বোধবার থেকে প্রতি মন্ডপে নেতাকর্মী নিরাপত্তা সহায়তায় থাকবেন। এ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। এ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় মন্ডপে মন্ডপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক কমিটি। এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল রতন দে বলেন, আগামী ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে এ আয়োজনের। জগতের মঙ্গল কামনায় দেবীদুর্গা এবার দোলায় চড়ে মর্ত্যলোকে আসবেন। বিদায় নেবেন গজে চড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল ও থানা ওসি রুকনুজ্জামান --জানান, উপজেলার সব পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।