শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নেছারাবাদ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মনজুর মোর্শেদ আলম(বিপিএম)। সংখ্যালঘু সংখ্যাগু বলতে কোন কথা নেই, যার ধর্ম সে শান্তি-শৃঙ্খল ভাবে পালন করার অধিকার রয়েছে। সেখানে কোন বাধা আসলেই আইনি ব্যবস্থা।
মঙ্গলবার গভীর রাতে তিনি নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সার্বজনিন পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের হিন্দু নেতাদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তার ব্যাপারে খোঁজ খবর নেন।
মন্দির পরিদর্শন করে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এই দেশটা আমাদের সকলের। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সংখ্যালগু, সংখ্যাগুরু বলতে কোন কথা নেই। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদের নাগরিক।
তিনি আরো বলেন, আমি বরিশাল বিভাগের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছি। সব জায়গাতে আনন্দঘন পরিবেশে দূর্গা পুজা শুরু হয়েছে। কোথাও কোন সমস্যার কথা শুনতে পাইনি। মন্দির পরিদর্শনকালে হিন্দু নেতাদের সাথে কথা বলে নিরাপত্তার ব্যাপারে খোঁজ খবর নেয়া হয়েছে। তারা নিরাপত্তার কোন ঘাটতি পাননি। এমনকি পূজা মন্দির পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিল। ডিআইজি মো.মনজুর মোর্শেদ আলম মন্তব্যে করে আরো বলেন, যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই দেশের প্রতিট ইঞ্চির মাটির পূর্ন মৌলিক অধিকার আমাদের সকলের। পুলিশ,সেনাবাহিনী,র্যাব,আনসার সদস্যরা মাঠে রয়েছে। উদ্দেশ্য একটাই সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে উৎসবমুখরভাবে দুর্গা উৎসব পালন করা।
এসময়, তার সাথে ছিলেন, পিরোজেুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান (অপরাধ এ- ক্রাইম),নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন,নেছারাবাদ নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সার্বজনিন পূজা মন্দিরের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার প্রমুখ।