লক্ষ্মীপুরের রামগতিতে আজ (বুধবার) থেকে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী প্রতিবছর শরৎকালে দুর্গাপূজা উদযাপন করা হয়। এ উৎসবকে ঘিরে উপজেলার একটি পৌরসভা ও ৩টি ইউনিয়নে ১২টি মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাহারি রঙ আর কারিগরদের হাতের সুনিপুণ ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠছে প্রতিমাগুলো।
শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ অবস্থায় রয়েছে। উপজেলা প্রশাসন পূজা উদযাপন পরিষদের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, রামগতি পৌরসভায় ৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৫টি প্রতিমা পূজা ও একটি প্রতিকী পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া উপজেলার চর রমিজ ইউনিয়নে একটি, বড়খেরী ইউনিয়নে ৩টি এবং চর গাজী ইউনিয়নের ২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে পূজা উদযাপন কমিটি।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উদয়ন মজুমদার জানান, উপজেলায় ১২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রস্তুতি সম্পুর্ন হয়েছে। এর মধ্যে ১ টিতে প্রতিকী পূজা পালিত হবে। প্রতিটি মন্ডপে আই-নশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক এবং রাজনৈতিক ভাবেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশসহ স্বেচ্ছাসেবকের বিভিন্ন টিম কাজ করবে। এছাড়াও সেনাবাহিনীর মোবাইল টিম মাঠে থাকবে। দুর্গোৎসবকে সফলভাবে সম্পন্ন করতে আর যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর থাকবে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জ্জন মধ্যে দিয়ে উদযাপন শেষ করা হবে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে।