গাজীপুরের টঙ্গীতে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দিপুর ৫০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বড় দেওড়া হযরত শাহজালাল (র.) রোডের গান্ধিবাড়ি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ইউনুসের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সাংস্কৃতিক পাটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ মুন্না, জাতীয় পার্টি নেতা কামাল হোসেন বেপারী, আনিসুল হক, রায়হান বেপারী, হাসান মোল্লা, শাহজাহান সরকার, রফিকুল ইসলাম, সোবহান মিয়া, আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে জন্মদিনের কেক ও তোবারক বিতরণ করা হয়।