গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মেহেদী হাসান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ সভায় উপস্থিত ছিলেন।