বাগেরহাটের শরণখোলায় বেকার যুব ও নারীদের প্রশিক্ষণ প্রাপ্তি ও সেবা সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি হলরুমে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ এর সহযোগীতায় এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) সিএসও নেটওয়ার্ক সদস্য সাংবাদিক সাবেরা ঝর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আজাহারুল হকের সঞ্চালনায় গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির পরিদর্শক হাবিবুর রহমান হিরু ও রাসেল শিকদার। এ সময় আলোচনায় অংশ নেয় সালমা খাতুন, রহিমা বেগম, সুপ্তি বেগম, মাহমুদা খাতুন। তারা যুব উন্নয়নের দেয়া সুযোগ সুবিধা বেকার যুবদের প্রদানের দাবী জানায়।
প্রধান অতিথি যুব উন্নয়ন কর্মকর্তা বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, যুব উন্নয়ন কার্যক্রমের ১৮-৩৫ বছরের নারী পুরুষদের যুব হিসেবে গন্য করা হয়। গণশুনানিতে যুব জনগোষ্ঠির বেকার যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষিত-অশিক্ষিত প্রত্যেকের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ প্রাপ্তদের কেনো প্রকল্প বাস্তবায়ন হলে ঋণ সুবিধা দেয়া হয়। ৫% সাভিস চার্জের বিনিময় যুব দের স্বাবলম্বী করতে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। এছাড়া যাদের ৩টি গরু রয়েছে তাদের গ্যাস প্লান্ট তৈরির উপর প্রশিক্ষণ প্রদান এবং ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।