রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় দিঘলিয়া ইউনিয়ন মানব পাঁচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা মঙ্গলবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল। আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটেটর নাজমুন হাসিন রিপার সঞ্চলনায় উক্ত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল। অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাঁচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে।
কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাঁচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাঁচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও ৬ মাসের কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
এ কর্মশালায় অন্যান্য সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এসআই প্রকাশ চন্দ্র বাছাড়, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনছার আলী বিশ্বাস, মাওলানা মুজিবর রহমান, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ইউপি সদস্য আজিজুল ইসলাম, নাজমুল ইসলাম, পাখি বেগম, রূপা বেগম, খান বিপ্লব, মাস্টার মশিউর রহমান, শেখ বোরহানুর রহমান, মাওঃ আব্দুল্লাহ প্রমুখ।