সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের মেম্বার বাড়ির পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন, মাসখানেক আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্যকিছু বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার এসআই মো. নাঈম আহমেদ জানান, ৭ অক্টোবর বিকেলে স্থানীয়দের কাছে খবর পেয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হলেও এখনও কোন অজ্ঞাত যুবকের কোন পরিচয় সনাক্ত হয়নি।