বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শীঘ্রই নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। যদিও বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাতের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
সূত্রমতে, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠণ হয়েছিলো ২০২১ সালে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের তিন বছর পর কমিটি বিলুপ্ত ঘোষণা করল সংগঠনটি। গত ৫ আগস্টে সরকার পতনের আগে ছাত্র সংগঠনটি ক্যাম্পাসে সক্রিয় হতে পারেনি ছাত্রলীগের ভয়ে। সরকার পতনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির নেতৃবৃন্দরা হলের কক্ষ দখল, ছাত্রলীগ কর্মীদের আশ্রয় দেওয়াসহ বেশ কিছু বিতর্কিত কাজ করে শিক্ষার্থীদের তোপের মুখে পরে। বিতর্ক ও চাঁপের মুখে অবশেষে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ ববি শাখার কমিটি বিলুপ্তর ঘোষণা করা হয়।