ছাত্র ও সমন্বয়ক পরিচয়ে হয়রানির বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা। করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনা মো. শওকত আলীর বরাবর বিসিসি’র সকল বিভাগের ৩৪৮জন কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষর দিয়ে এ দাবি করেছেন। যার অনুলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও সেনা ক্যাম্প কমান্ডারকে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন বলেন, হয়রানি বন্ধে ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে কর্মবিরতির ডাক দেওয়া হবে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ এসেছে। সহস্রাধিক ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ তৈরিতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তান-স্বজনরা সহযাত্রি ছিলো। কিন্তু গুটি কয়েক বিপথগামী ছাত্র পরিচয় দিয়ে সিটি কনপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করছে। সমন্বয়ক পরিচয় দেওয়া ওই ছাত্ররা নগর ভবনের বিভিন্ন শাখার প্রধানদের সাথে খারাপ আচরণ ও আইন বর্হিভূত কাজের জন্য চাঁপ দিচ্ছে।
তারা হাট বাজার শাখার সুপারিটেনডেন্টকে রূপাতলী ও সাগরদী বাজারের খাজনা উত্তোলন করার জন্য সমন্বয়ক পরিচয় দেওয়া এক ছাত্রের আত্মীয়কে দেওয়ার জন্য চাঁপ প্রয়োগ করেন। সুপারিনটেনডেন্ট তাদের দাবিতে অস্বীকৃতি জানালে ভিত্তিহীন অভিযোগ দিয়ে সুপারিনটেনডেন্টকে হয়রানি করা হচ্ছে। এছাড়াও অবৈধ উচ্ছেদ শাখার প্রধানকে জলাশয়, পুকুর, ডোবা, বালু দিয়ে ভরাটের জন্য চাঁপ সৃষ্টি করা হচ্ছে। আইনে জলাশয়, পুকুর, ডোবা ভরাটের আইনগত বিধান নেই জানালে সেই সমন্বয়ক পরিচয় দেওয়া ছাত্র টাকার বিনিময়ে হলেও ভরাট করার প্রস্তাব দেন।
লিখিত অভিযোগে আরও জানা গেছে, সমন্বয়ক পরিচয় দেওয়া ওই চক্রটি বিসিসি’র বিভিন্ন শাখায় গিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাজিরা খাতা এবং গোপনীয় নথিপত্র দেখতে চান। বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসককে জড়িয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে বেড়াচ্ছেন। মূলত ছাত্র নামধারী সমন্বয়কদের অযৌক্তিক দাবি মেনে না নেয়ায় প্রশাসক, প্রধান নির্বাহী এবং কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঢালাওভাবে মনগড়া অভিযোগ তুলে অপসারণের দাবি করছেন।
এসব সুযোগসন্ধানী নামধারী সমন্বয়কদের হয়রানির বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে বরিশাল সিটি করপোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলেও লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ৭ অক্টোবর সকালে ছাত্র পরিচয় দিয়ে কয়েকজন তরুন সিটি করপোরেশনের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও প্রধান নির্বাহীর অপসারন চেয়ে ওই অবস্থান কর্মসূচি পালন করেছেন।