উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে মা’ ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় ইউনিয়ন উদ্যোক্তা ও আর্থিক সেবা দানকারীর সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার মোঃ আবু ইসানুর, মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন উদ্যোক্তা। কারিগরি সহযোগিতায় ছিলেন জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচী । বাস্তবায়নে ন্যশনাল ডেভেলপমেন্ট (এনডিপি)। সভা পরিচালনা করেন ইউনিয়ন উদ্যোক্তা উপজেলা সমন্বয়কারী মিঠুন কুমার রায়।