দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ হাজার ৯শত ৪৪জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ন মন্ডপে ৮জন এবং গূরুত্বপূর্ণ মন্ডপে ৬জন ও সাধারণ মন্ডপে ৬জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, প্রতি বছরের মতো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ৬ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৮দিন টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ১হাজার ১শত ৮টি পূজামন্ডপে ৬হাজার ৯শত ৪৪জন আসনার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৩হাজার ৪শত ৭২জন পূরুষ ও ২হাজার ২শত ১৬জন মহিলা সদস্য। জেলায় ১শত ৪৮টি অধিক গুরুত্বপূর্ন, ৩শত ৪১টি গুরুত্বপূর্ণ ও ৬শত ১৯টি সাধারণ পূর্জামন্ডপ রয়েছে। এ ছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ব্যাটলিয়ন আনসার মোবাইল টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। মঙ্গলবার জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান পূজামন্ডপে নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দ্যেশে বলেন, ৮দিন মন্ডপে নিয়মিত নিরাপত্তা জোরদার রাখতে হবে। যাতে কোনো প্রকার আইনশৃংখলার অবনতি না ঘটে সেদিকে সজাগ থাকার দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, সার্কেল এ্যাডজুট্যান্ট মো: আলমগীর হোসেন ও সদর উপজেলা আসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার।