বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র-জনতার আন্দোলন ছিল। কোটা এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। মঙ্গলবার টাঙ্গাইলের দেলদুয়ারে পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার এসব কথা বলেন। সভায় তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, ডিম, পোল্ট্রি ও মাছের উৎপাদন খরচ কমাতে বাণিজ্যিক খাবারের উপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজে খাবার তৈরী করে ব্যবহার করতে হবে। তিনি বলেন, আমরা স্বাধীন খামারি হবো, কনট্রাক্ট খামারি হবো না। তিনি দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানের উপর জোর দিয়ে বলেন, চায়না দোয়ারী জাল দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের প্রধান বাঁধা। প্রয়োজনে এর উৎপাদন কারখানা গুলো বন্ধ করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ প্রমূখ।