পিরোজপুরের কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন, পিরোজপুর জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ। মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় আখড়াবাড়ি পূজা মন্ডপ এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ। শংকরলাল বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, ক্যাপ্টেন আনাস, উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবির, বিএনপি'র সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, ওয়ারেন্ট অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি পল্লব শিকদার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি ল্যাফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ বলেন, দুর্গাপূজায় নাশকতার কোন হুমকি নেই। আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমরা আপনাদের নিরাপত্তা দিব। রাত ১১ থেকে সকাল ৬ টা পর্যন্ত বেশি করে নজরদারি রাখতে হবে। উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, আপনারা কেউ গুজবে কান দেবেন না, নির্ভয়ে আপনাদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করবেন। আপনাদের নিরাপত্তা স্বার্থে আমরা বিএনপির পক্ষ থেকে উপজেলার ২৪টি পূজা মন্ডপে আলাদা আলাদাভাবে স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি।