পাবনার সুজানগরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরিকৃত প্রতিমা ভাংচুর মামলার আলোচিত আসামি মোঃ বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চুকে গ্রেপ্তার করেছে সুজানার থানা পুলিশ। গত রোববার রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সুজানগর পৌরসভার মসজিদ পাড়া মহল্লার লোকমান প্রামাণিকের ছেলে। সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ রবিউল ইসলাম জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের ন্যায় সুজানগর পৌরসভার মানিকদীর ঋষিপাড়া বারোয়ারি পূজা মন্ডপে এবং মানিকদীর পালপাড়া বারোয়ারি পূজা মন্ডপে দুর্গা প্রতিমাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা তৈরি করা হয়। কিন্তু এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারী মোঃ বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা পন্ড করার লক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে ঋষিপাড়া পূজা মন্ডপের ৪টি প্রতিমা এবং ১অক্টোবর মানিকদীর পালপাড়া পূজা মন্ডপের ৬টি প্রতিমা ভাংচুর করে। তবে ঋষিপাড়া পূজা মন্ডপ ভাংচুরের ঘটনা কেউ না দেখলেও মানিকদীর পালপাড়া পূজা মন্ডপের ৬টি প্রতিমা ভাংচুরের ঘটনা টহলরত সুজানগর থানা পুলিশ আঁচ করতে পারেন। এ ঘটনায় গত ২ অক্টোবর মানিকদীর পালপাড়া বারোয়ারী পূজা মন্ডপের সভাপতি বিজন কুমার পাল ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত ধারায় সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তকালে সুজানগর থানা পুলিশ ওই প্রতিমা ভাংচুরের সাথে আগুন বাচ্চুর সম্পৃক্ততার প্রমাণ পান। সেই সঙ্গে ঋষিপাড়া পূজা মন্ডপের প্রতিমা ভাংচুরের সাথেও আগুন বাচ্চু জড়িত মর্মে প্রতীয়মান হয়। সে কারণে থানা পুলিশ আগুন বাচ্চুকে গ্রেপ্তার করতে বিশেষ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গত রোববার ভোর ৫টার দিকে থানা পুলিশের একটি চৌকস দল আগুন বাচ্চুকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সে প্রতিমা ভাঙচুরের করেছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান।