ঢাকায় অপহৃত এক কিশোরীকে সোমবার (৭ অকটোবর) রাতে পিরোজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময়ে অপহরণকারীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। অপহরণকারী পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের ওয়ারেস হাওলাদারের ছেলে ফারদিন হাওলাদার (২২)। উদ্ধার পাওয়া কিশোরী পিরোজপুর সদরের তেজদাসকাঠী স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অপস) মো: মুকিত হাসান জানিয়েছেন, ভিকটিম কিশোরী ঢাকার পল্লবীতে তার মায়ের বাসায় থাকাকালীন ওই এলাকা থেকে গত ২ সেপটেম্বর অপহৃত হয়। এ ঘটনায় ভিকটিমের মা ফারজানা ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত ফারদিনকে আসামি করে ঢাকার পল্লবী থানায় ১৪ সেপটেম্বর একটি অপহরণের মামলা (নং ১৩) করেন। মামলার বাদী ফারজানা তার মেয়েকে উদ্ধারের জন্য পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের কাছে আবেদন করলে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সোমবার রাতে পিরোজপুরের হুলারহাট থেকে ভিকটিম ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।