শেরপুরের নালিতাবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে রাস্তায় খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছে জিমি আক্তার (৮) নামের এক কন্যা শিশু। এ সময় আহত হয়েছে ফাহিম (৯) নামে আরেক শিশু। সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া জামে মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত জিমি শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর কড়ইতলা এলাকার জামান মিয়ার কন্যা। গত বৃহস্পতিবার সে তার মামার সঙ্গে নালিতাবাড়ী উপজেলার ঘোনাপাড়া গ্রামে নানা নুরালী মিয়ার বাড়িতে আসে। স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে জিমি তার ছোট মামা ফাহিমের (৯) সঙ্গে নানার বাড়ির সামনে মসজিদের পাশে রাস্তায় খেলছিল। খেলার একপর্যায়ে ফাহিম ও জিমি পা পিছলে রাস্তার পাশে নিচে পড়ে যায়। এ সময় জিমি পানির গভীরে চলে গেলেও ফাহিমের শরীরের কিছু অংশ ভেসে উঠছিল। দূর থেকে এক কিশোর বুঝতে পেরে ফাহিমকে উদ্ধার করে। ফাহিমের দেওয়া তথ্যে স্থানীয়রা পানিতে নেমে প্রায় ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজি করে জিমিকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিমিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশিÍ করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, জিমি নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।