দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের পুত্র মোঃ সাকিব শেখ (১৭) কে খুন করে তার ভ্যান ও স্মার্ট ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার বিবরণে জানা যায়, দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের পুত্র মোঃ সাকিব শেখ (১৭) একজন ভ্যান চালক। গত শনিবার (৫ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়। তার সাথে একটা স্মার্ট ফোন ছিল। ঐদিন তার সাথে যোগাযোগ করে সন্ধান না পেয়ে দিঘলিয়া থানায় একটি জিডি করা হয়। সোমবার (৭ অক্টোবর) দিঘলিয়া থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্ধেহে এলাকাবাসীর সহযোগিতায় দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই যুবক হলো দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের মোঃ ফারুখ শেখের পুত্র মোঃ জনি শেখ ও বারাকপুর গ্রামের জলিল শেখের পুত্র মোঃ আছাদুল শেখ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনা শহরের খানজাহান আলী থানার বাইপাস সড়কের বিকেএসপির বিপরীতে কাশবন থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে খানজাহান আলী থানা পুলিশ। তাকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার ভ্যান ও মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই দুই যুবক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে কেএমপি খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ কবির হোসেন এ প্রতিবেদককে জানান।