টাঙ্গাইল সদর উপজেলার বটতলায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ৭ অক্টোবর(সোমবার) সকাল ১০টায় শহরের বিবেকানন্দ হাই স্কুল এ- কলেজ মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভূমি) কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রুহল আমিন শরিফ অধীনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর তাঁর গ্রামের বাড়ি বাসাইল উপজেলার নেধার গ্রামে যোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, তিনি আইড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম মিয়া বার্ধক্যজনিত কারণে ৭ অক্টোবর রাত ২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম মো. ইব্রাহীম মিয়া দুই ছেলে ও এক কন্যা, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কাদেরীয়া বাহিনীর একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।