কিশোরগঞ্জে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বিষয়ক সচেতনতামুলক সেমিনার সম্পন্ন হয়েছে। সোমবার উজানভাটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র পন্ডিত।বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি জয়েন্ট করেছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, প্রতিষ্ঠাতা সভাপতি পোল্ট্রি অ্যাসোসিয়েশন ও উপদেষ্টা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সাইফুল ইসলাম জেলা ভেটেরিনারি কর্মকর্তা, ডাঃ আঃ মান্নান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,ডাঃ স্বপন চন্দ্র বনিক,জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা আহ্বায়ক মোঃ সাদেকুর রহমান, উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, সদস্য হিসাবে উপস্থিত ছিলেন আঃ ওয়াদুদ, মোঃ নুরুল আরেফিন লিংকন, মোঃ মোজাম্মেল হক মাসুদ, আঃ কাদির সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন খামারি বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শহীদ মল্লিক। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে দি একমি ল্যাবরেটরিজ লিঃ ঢাকা।