জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারও দেশ সেরা অর্জনের মধ্য দিয়ে হ্যাট্টিক করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ধারাবাহিকভাবে ৩য় বারের মত ২০২৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেছে (রাসিক)। এর আগে জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ১ম স্থান অর্জন স্বীকৃতি লাভ করেছে। আর অনন্য এই অবদানের স্বীকৃতি স্বরূপ রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে রোববার (৬ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ করা হয়েছে।
এরপর প্রাপ্ত সম্মাননা স্মারক ও সনদপত্রটি সোমবার (৭ অক্টোবর) দুপুরে নগরভবনে রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির সচিব মো. মোবারক হোসেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিটি করপোরেশন ক্যাটাগরিতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের কাছ থেকে রাসিকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সচিব মো. মোবারক হোসেন। সোমবার (৭ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রাসিকের সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন।