ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে বাংলাদেশ জমইয়াতে, ছাত্র ও যুব হিজবুল্লাহ বরগুনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার আছর নামাজ বাদ বরগুনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর বরগুনা জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইয়াকুব সাহেব। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর উপদেষ্টা খাকবুনিয়ার পীর সাহেব আলহাজ্ব মোঃ সাদিকুর রহমান, বরগুনা জেলা কমিটির আহ্বায়ক হাফেজ মোঃ আলাউদ্দিন, জেলা কমিটির সদস্য গুদিঘাটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ ইলিয়াস, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মোঃ জিয়াউল হক আহসান, উপজেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমান যুব হেজবুল্লাহর সাধারণ সম্পাদক হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, ছাত্র হিজবুল্লাহর মাওলানা মোঃ আবদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন এবং অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে ও ভারত সরকারকে আইনি পদক্ষেপ গ্রহণে কূটনৈতিকভাবে আবেদনের আহ্বান জানান।