লঞ্চে পোশাক কারখানার কর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেছেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত মানিক সিপাহীর ছেলে সুমন সিপাহী (৩০) আদালতে উপস্থিত ছিলো। মামলার এজাহারে জানা গেছে, মামলার বাদি বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা এলাকার বাসিন্দা বজলু বেপারী। তার ছোট মেয়ে পোশাক কারখানার কর্মী আঁখি আক্তার ঘটনার আগে নারায়ণগঞ্জে প্রথম স্বামী হৃদয়ের সাথে বসবাস করতেন। ২০১৯ সালের ১৯ জুলাই আঁখি জাতীয় পরিচয়পত্র করার জন্য ঢাকা থেকে সুরভী-৮ লঞ্চে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরেরদিন ২০ জুলাই লঞ্চটি বরিশালে আসলে স্টাফ কেবিন থেকে আঁখির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আঁখির বাবা বজলু বেপারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে সুমন সিপাহীকে গ্রেপ্তার করেন।