আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সাবলীল ও নির্বিঘ্নে উৎযাপন উপলক্ষে পুজা উদযাপন কমিটির আয়োজনে রোববার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গনে সকল দূর্গা মন্দিরের সভাপতি ও সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব) ঢাকা কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। পুজা উদযাপন কমিটির আয়োজয়ে সভায় সভাপতিত্বকনের উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সভাপতি কার্তিক বেপারী।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। আমার নেত্রী কখনো দেশ ত্যাগ করেনাই। আওয়ামী লীগের নেত্রী কোটি কোটি নেতাকর্মীকে বিপদে ফেলে রেখে নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের বলেন আমি আপনাদের পাশে আছি থাকবো, কেউ যদি দুর্গোৎসবে সমস্যার সৃষ্টি করে তাকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। আমাদের পরিচয় হবে সকলে আমরা বাংলাদেশি।
এ সময় অরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি যতিন্দ্রনাথ মিস্ত্রি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিনেশ হালদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.মাহবুবুল ইসলাম মাহাবুব, উপজেলা যুবদল আহ্বায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব মো. সিপন হাওলাদার, যুবদল নেতা রাশেদুল ইসলাম টিটনসহ অনেক নেতৃবৃন্দ।